Saturday, June 12, 2021

চিরসখা

 



 

একাকীত্বের পরে মলম লাগালে

হাসালে কাঁদালে কখনও রাগালে

হাত ধরে তুমি নিয়ে গিয়ে সখা -

কাঁচের দেওয়ালে জগৎ দেখালে ।।

 

কত সখা সখি এলো আর গেলো -

কত অশ্রু জল কত না রঙ্গ,

তুমি চিরদিন রয়ে গেছ কাছে,

ছাড়োনি আমার সঙ্গ ।।

 

আর তো কিছুই চাইনি গো বঁধু,

ভ'রে ছিনু মনে মনে -

তবুও আমার দুঃখ বুঝিয়া,

ডেকে নিলে দুই জনে ।।

 

Sofa ছেড়ে উঠে টেবিলেতে যাই

যেথা computer নিয়েছে যে ঠাঁই;

FB এবং Youtube যেথা -

আমার নতুন স্থান হলো সেথা ।।

 

ধন্য ধন্য হে মহারাজ -

ধন্য আজিকে tele-communication.

দুখী জনে তুমি ত্রাণ করো প্রিয়

মুখে না বলিতে বোঝো emotion.

 

তোমা কাছে মোর এই প্রার্থনা,

ওগো চিরসখা ছেড়োনা আমারে -

বিদ্যুৎ, TV,  WiFi  যেন,

অক্ষয় থাকে সদা এই ঘরে ।।

 


 


 


 

 

 

No comments:

Post a Comment

Please leave your comments