মাঝে মাঝে আমি তাকে ডাক দিই
কেউ তাকে চেনেনা
সে আমার অধরা প্রেমিক -
আমার আকাশ পারের সখা
ধরা পড়ার ধরা দেবার ব্যাপার নেই
নেই কোন আশ্লেষ চুম্বন
বা গুরুতর কোন আদরের দাবী
প্রায়শঃই যার পরিণতি শুধু ক্লান্তিতে।
ডাক পাঠালেই সে আসে
কোন সুদূর নীহারিকার পথ বেয়ে
অনন্ত আকাশের ওপার হতে।
আমরা হাতে হাত রেখে
পাশাপাশি বসি
কখনো চুপটি করে
কখনো বা অবিশ্রাম কথার মালা গাঁথা চলে।
আজ আকাশে ঘনঘটা
সেই মেঘের কালো ছায়া ঘনিয়ে এসেছে আমার দুচোখে
বুকের কোথাও একটা ঝরঝর বৃষ্টির ঝর্ণা
এই এক অকারণ মন খারাপের অসুখ
তার সঙ্গে বাঁ দিকে একটা চিনচিন ব্যথা
থেকে থেকে জানান দেয়
তোমার সময় যে শেষ হয়ে এলো।
আজ আমার মনটা তেমন ভালো নেই
আমার এই সাঁঝ বেলাতে
তাই ডাক পাঠিয়েছি তাকে।
ওগো আমার আকাশ পারের সখা -
আজ আর নয় কোন কথা
নয় কোন অভিযোগ অনুযোগ
আজ এসো
শুধু আমার মাথায় তোমার হাতখানি রেখে বলো।
"তোমার কি হয়েছে সোনা ?"
অমনি একরাশ ফুলের পাপড়ি
ঝোড়ো হাওয়ায় উড়ে এসে আমার আঁচল ভরে দেবে।
আর সেই চিনচিন ব্যথা ভরা বুকে -
উঠবে একটা অবাক করা খুশীর তুফান
কোন উত্তর দেব নাতো -
শুধু তোমার হাত ধরে
আমি চলে যাবো সেই এক্কেবারে -
না-ফেরার দেশে।

No comments:
Post a Comment