ভালোবাসা –
আজকাল
হৃদয় কবেই পাথর হয়েছে -
প্রেম ভালোবাসা বিলাসিতা হায়
আর যাই করো প্রেমে প'ড়ো নাকো -
মনের বদলে মন পাওয়া যায়?
“বিরহ” টা শুধু আছে
অভিধানে -
যুবক যুবতী I-phone এ
বাঁধা
বিরহের আর নেই কোন মানে -
কোথায় কৃষ্ণ,
কোথায়
বা
রাধা
।
একজন যদি ফিরেও না চায়
অন্য তীরেতে নৌকাটি বাঁধো
সে তীরেও যদি না হও সফল -
আরেক জনকে Facebook এ
সাধো ।
পড়তে পড়তে বেঁকে গেছে পিঠ,
টাকা চাই শুধু আরো আরো চাই,
গান ও কবিতা? ওসব
ফালতু -
তার চেয়ে চলো party করে যাই ।
যুবক যুবতী যৌবন হারা -
শুধু ব্রেন আছে মন নেই কারো,
অকালেই সব বুডোটে মার্কা-
প্রেসার, সুগার রোগ আছে আরো ।
ছেলেরা চাইবে সেই একজন
যে নেবে শুধুই সংসারের ভার
যদি না তবুও মেটে প্রয়োজন -
অনুমতি পাবে
job করবার ।
মেয়েরা চাইবে সেই একজন
মোটা মাইনেটা মাস গেলে আসে,
নিরাপদ flat এ পুরো আয়োজন
-
উপরি পাওনা - যদি ভালোবাসে ।
বাপ মাকে আর সময় কে দেবে ?
সময় কি ছাই কারো কাছে আছে ?
ইঁদুর দৌড়ে খালি দৌড় দাও,
লেঙ্গি মারে বা আর কেউ পাছে!
যুগের হাওয়ায় সবই পালটায়
পালটায় না শুধু বুডো মা বাপ
একাকী জীবনে কান্নার ঢেউ -
কেরিয়ারে ওরা উঠেছে ক’ধাপ
?
মেয়ে ফার্স্ট হবে - ছেলে চাঁদে যাবে
এদেরই তোমরা যত্নে গড়েছো -
আজ কেন তবে করো হাহাকার ?
স্বপ্ন তো হায় সফল করেছো ।।
"যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাইনা "
– রবীন্দ্রনাথ ঠাকুর

No comments:
Post a Comment