Lately I have started typing a few short stories and poems that I had written, in Bengali font and have uploaded them to my Blog Share a Thought. If you come across my blog and happen to read any of my writings please leave a comment. I would love to hear from you.
Monday, August 3, 2020
কর্তা মশাই
নাদুস নুদুস কর্তা মশাই
দিনে রাতে,
জুতো খুলে বৌকে শাষায়।
যখন তখন লাগায় চড়ও -
"কি করবো ভাই
মান্যে বড় !
স্বামী বলে সহজ কথা ?
খাওয়ায় পরায় ।
বলল না হয় দুচার কথা"।
এবার দেখো আরেক ছবি
ওই কর্তাই ......
ভাবে বিভোর প্রেমিক কবি।
দুচার গেলাস গলায় ঢেলে
ড্যাবা ড্যাবা চক্ষু মেলে -
গড়াগড়ি খায় ,
স্বৈরিণীর পায়ের তলায় ।
স্বৈরিণী সে স্বাধীন নারী
স্বাধীন স্বাধীন স্বাধীন ভারী
মদ ঢেলে দেয় -
শরীর ও দেয়,
তার বদলে -
পয়সা পায় ।
খেলছে ভালোবাসা বাসি
সে নয় কারো কেনা দাসী ।
কর্তা মশাই ভাবে বিভোর -
"বলি ও আমার গোলাপ বালা
আমি যে তোর চিত্ত চকোর"।
কর্তা যদি মেজাজ করে
গুন্ডা এসে গলায় ধরে ।
স্বৈরিণীর এক ইশারায়,
কর্তা গলায় ধাক্কা খায় ।
..............................
পা টলমল চোখ দুটো লাল,
কর্তা ফেরেন বাড়ি -
কিসের থেকে কি যে হল
মেজাজ খারাপ ভারী ।
একে নেশা জমলো নাকো
তায় গলাতে ধাক্কা -
ঘুঁষি ও নয় যেমন তেমন
প্রায় বিরাশী সিক্কা !
গিন্নী বলেন আল্হাদেতে -
"আজ যে তাড়াতাড়ি?"
মুখের কথা মুখেই র'ল
সতী স্বাধ্বী নারী -
আঁচল দিয়ে কপাল মুছে
শোয়ান বিছানায় -
হিংস্র গলায় কর্তা বলেন-
"যাও যাও আর
কাজ নেই
আদিখ্যেতায় !"
সতী তুমি, স্বাধ্বী তুমি
কিন্তু স্বাধীন নও -
স্বৈরিণী হও শয়তানী হও
আগে স্বাধীন হও ।।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment