সোনার শিকল ভাল্লাগেনা
শিকল কেটেছি ;
উড়ে এসে তোমার ডালে
একটু বসছি ।
মিষ্টি হাসি, নরম ছোঁওয়া -
শীতের দুপুর বেলা -
মধুর ভাবের আনাগোনা
শুধু কথার খেলা ।
দূরের ডালে আরেক পাখি -
একটু উড়ে যাই ?
উষ্ণ নরম মিষ্টি ছোঁওয়া
একটু যদি পাই !
না না না - কোথায় যাবে কেন যাবে -
আমার ডালেই থাকো ।
মুগুর দিয়ে মারবো মাথায়
কোথাও চেয়ো নাকো ।
সোনার শিকল ছিলো ভালো -
এ যে লোহার শিকল !
মধুর ভাবের বড়ই অভাব -
মেজাজ খানা বিকল ।
মনের মানুষ কখন যেন
হোল বনের মানুষ -
দাঁত দেখা যায়, নখ দেখা যায়,
হাওয়ায় ওড়ে ফানুষ,
আমার বড় সাধের ফানুষ ।।

No comments:
Post a Comment