Thursday, July 23, 2020

বাবুয়া



দুই হাতে দুই ছোট্ট গাড়ী, দুপদুপিয়ে যায়
বাবুয়া বলে ডাকলে পরে এদিক ওদিক চায় ।
চাঁদের আলোয় মাখন দিয়ে, হাত পা গুলো গড়া –
প্রথম দেখেই নতুন করে আবার প্রেমে পড়া।
তোমার চলা ছুট্টে চলা- আমার বসে থাকা;
আমার ওড়া শ্রান্ত এখন, তোমার নবীন পাখা
তোমার মুখর কলগীতি কোন অসীমের দান –


ফিরিয়ে আনে আমার প্রানে হারিয়ে যাওয়া গান ।।

ধূসর জীবন অন্তহীন -আঁধার ছিল ঘিরে

 তোমার সোনার কাঠির ছোঁয়ায় আলোয় এলো ফিরে

  



No comments: